নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে অঙ্কুর বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কুতুবপুর বাজার সংলগ্ন বিদ্যানিকেতন মিলনায়তনে এ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর্যা পদ গবেষক ও প্রফেসর আলীম মাহমুদ। বড়চওনা কুতুবপুর কলেজের অধ্যক্ষ এম.এ. রউফ-এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনসালটেন্ট ডা. মো. আবদুল রেজাউল করিম, সরকারি মওলানা মোহাম্মদ আলী কলেজের সহকারীর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম, বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ডা. এম. তোফায়েল আহমেদ, ইউপি সদস্য মো. মজিবর রহমান, তরুণ সমাজ সেবক মো. রুবেল আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের সমন্বয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।