32.6 C
Dhaka
Tuesday, August 19, 2025

জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে – আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ...

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল রানা (২৫)...

সখীপুরে ছেলের চোখের সামনে মাকে হত্যা করে পালিয়েছে বাবা

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে ছেলের চোখের সামনে...

সখীপু‌রে অনলাইন স্কু‌লিং উদ্বোধন

বাংলাদেশশিক্ষাসখীপু‌রে অনলাইন স্কু‌লিং উদ্বোধন

নিজস্ব প্র‌তি‌বেদক: সখীপুর উপ‌জেলার শিক্ষার্থী‌দের জ‌ন্যে অনলাইন স্ক‌ুলিং উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে সরকারি পি এম পাইলট স্কুল এন্ড কলেজ কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ স্কুলিং উদ্বোধন করেন। এ সময় সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক উপস্থিত ছিলেন। উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আসমাউল হুসনা লিজা এ উ‌দ্যো‌গ নি‌য়ে‌ছেন। উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা ব‌লেন, ক‌রোনাভাইরা‌সের প্রভা‌বে বিদ্যালয়গু‌লো দীর্ঘ‌দিন ধ‌রে বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্ষ‌তিগ্রস্ত হ‌চ্ছে। শিক্ষার্থীরা যা‌তে তা‌দের ক্ষ‌তি কা‌টি‌য়ে উঠ‌তে পা‌রে এবং পড়া‌লেখার প্র‌তি ম‌নো‌যোগী হয়- এমন চিন্তা থে‌কেই অনলাইন স্কু‌লিং চালু করা হ‌য়েছে। তি‌নি জানান, সংসদ টে‌লি‌ভিশ‌নে জাতীয়ভা‌বে যে সম‌য়ে পাঠদান চ‌লে তার বিপরীত সম‌য়ে অনলাইন স্ক‌ুলিং চল‌বে। প্রাথ‌মিক ও মাধ্যমিক পর্যা‌য়ের শিক্ষার্থী‌দের জন্য দু’‌টি শিফ‌টে ক্লাশ নেওয়া হ‌বে। সং‌শ্লিষ্ট শিক্ষকরা ক্লাশ নে‌বেন। উপ‌জেলা শিক্ষা অ‌ফিস ও মাধ্য‌মিক শিক্ষা অ‌ফিস যৌথভা‌বে উ‌দ্যোগ‌টি বাস্তবায়ন কর‌বে। মাধ্য‌মিক শিক্ষা অ‌ফিসার ম‌ফিজুল ইসলাম ব‌লেন, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌রের নি‌র্দেশনা ও পরাম‌র্শে শিক্ষার্থী‌দের পড়া‌লেখায় সং‌যোগ রাখ‌তে উ‌দ্যোগ‌টি সফল হবে। এতে শিক্ষার্থীরা উপকৃত হ‌বে ব‌লে ম‌নে কর‌ছি।
উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার মান‌বেন্দ্র দাস ব‌লেন, সংসদ টি‌ভি‌তে প্রচা‌রিত ঘ‌রে ব‌সে শি‌খি- অনুষ্ঠা‌নের সহায়ক হি‌সে‌বে উ‌দ্যোগ‌টি শিক্ষর্থী‌দের পড়া‌শোনায় ম‌নো‌যোগ বাড়া‌বে।
সরকা‌রি সা’দত ক‌লে‌জের প্রি‌ন্সিপাল চর্যা‌যোগী প্র‌ফেসর অালীম মাহমুদ ম‌নে ক‌রেন, তথ্য প্রযু‌ক্তি‌র সু‌যোগ কা‌জে লা‌গি‌য়ে স্থানীয়ভা‌বে অনলাইন স্কু‌লিং ‌শিক্ষার্থী‌দের পড়া‌শোনায় ম‌নো‌যোগ বাড়া‌তে ই‌তিবাচক ভূ‌মিকা রাখ‌বে।পরে তিনি অনলাইন নিত্য সদাই শপিং ও বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles