ইসমাইল হোসেনঃ ‘মানবতার পথে মনুষত্বের খোঁজে’ স্লোগানে সখীপুর উলজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানিতে “অবদান” নামের একটি সেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। শনিবার সকালে ওই ইউনিয়নের একদল তরুণদের আয়োজনে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনটি উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উলজেলা আ.লীগের সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক শওকত শিকদার, স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, শিবলী সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শামিম আল মামুন বলেন, অবদান এটি একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন। এর উদ্দেশ্য মাদক, বাল্যবিয়ে, ইভটিজিংসহ সামাজিক অবক্ষয় রোধে কাজ করা এবং জনগণদের সচেতন করা। অন্যদিকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করাসহ সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে এগিয়ে আসা।