নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার পলাশতলী এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ‘মিতালি ব্রিকস’ নামে একটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। এ সময় ৫০ হাজার পুড়ানো ইট জব্দ করা হয়। বুধবার মহামান্য হাইকোর্টের আদেশে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল এই উচ্ছেদ অভিযান চালায়। সখীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক জহির উদ্দিন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার পলাশতলী গ্রামে পলাশতলী মহাবিদ্যালয় ঘেঁষে আবাসিক এলাকায় অবৈধভাবে মিতালি ব্রিকস নামের ইটভাটাটি গড়ে ওঠে। এতে ওই কলেজ ও আবাসিক এলাকার পরিবেশ দূষিত হয় এমন অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী রেজাউল করিম মহামান্য হাইকোর্টে একটি মামলা করেন। হাইকোর্ট টাঙ্গাইলের পরিবেশ অধিদপ্তরকে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাটি উচ্ছেদের নির্দেশ দিলে এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশে অবৈধভাবে গড়ে ওঠা ‘মিতালি ব্রিকস’ উচ্ছেদ এবং ৫০ হাজার ইট জব্দ করা হয়েছে।
