নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে অবৈধ ভাবে সরকারি খাস জমি থেকে মাটি কাটার অপরাধে এক ইউপি সদস্যকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে বহেড়াতৈল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোসলেম উদ্দিনকে এ জরিমানা করা হয়। এসময় জমি দখল করায় বগা প্রতিমা গ্রামের সোহরাব খানকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা। আদালত সূত্রে জানা যায়, উপজেলার বগা প্রতিমা মৌজার সরকারি খাস খতিয়ানের ১০১৬ দাগের জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে ব্যবসা করছিল ইউপি সদস্য মোসলেম। অন্যদিকে ওই জমি অবৈধভাবে দখলে ছিলেন সোহরাব খান। ইউপি সদস্য মোসলেম উদ্দিন বলেন, আমি মূলত মাটি ব্যবসায়ী নই। আমার ট্রাকটি সোহরাব খান আমার অজান্তে ড্রাইভারের সঙ্গে বলে অল্প সময়ের জন্য নিয়েছিল। সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, উপজেলা প্রশাসন যখন করোনাভাইরাস প্রতিরোধে ব্যস্ত ঠিক ওইসময় লকডাউন এর সুযোগ নিয়ে ইউপি সদস্য সরকারি জমি থেকে মাটি কেটে ব্যবসা করছিলেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে উভয়কে এ সাজা দেওয়া হয়েছে।