27.5 C
Dhaka
Sunday, August 17, 2025

জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে – আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ...

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল রানা (২৫)...

সখীপুরে ছেলের চোখের সামনে মাকে হত্যা করে পালিয়েছে বাবা

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে ছেলের চোখের সামনে...

সখীপুরে অর্থ আত্মসাৎ মামলায় অধ্যক্ষ কারাগারে

সখীপুরসখীপুরে অর্থ আত্মসাৎ মামলায় অধ্যক্ষ কারাগারে

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের সখীপুরে অর্থ আত্মসাৎ মামলায় এক অধ্যক্ষকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার বিকেলে উপজেলার ভূয়াইদ টেকনিক্যাল ইন্সটিটিউট এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মেহেদি হাসান জুয়েল জামিন নিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠায়। বাদী পক্ষের আইনজীবী সুজাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বাদী এবং কলেজের দাতা সদস্য মোহাম্মদ আলী জানান, গত ১০/৬/২১ অধ্যক্ষ মেহেদি হাসান জুয়েল ও তার শশুর শামছুল হকের বিরুদ্ধে কলেজের ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়। মামলার পর আসামিরা উচ্চ আদালতে গিয়ে জামিন আবেদন করেন। জামিন মঞ্জুর করে পরবর্তী সময়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। সেই মামলায় গতকাল নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত মুচলেকা নিয়ে শামছুল হককে জামিন দিলেও অধ্যক্ষ মেহেদি হাসানকে কারাগারে পাঠায়। স্থানীয় আবুল কাশেম ও সেকাম মিয়া বলেন, অধ্যক্ষ মেহেদি হাসান নিয়োগের কথা বলে এলাকার নিরিহ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা নিলেও তাদের নিয়োগ দেয়নি। শিক্ষিত মানুষ হয়েও তিনি কলেজকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছে। দুর্নীতিবাজ অধ্যক্ষের বিচারের দাবিতে এলাকাবাসীর নানা পদক্ষেপ গ্রহণ করবেও বলে তাঁরা জানান। ওই কলেজের প্রভাষক রফিকুল ইসলাম বলেন, মেহেদি হাসান কলেজটিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। তার অপকর্মের বিরুদ্ধে কথা বলায় আমাদের নামে হামলা ও মামলা করেছেন। আমরা দুর্নীতিবাজ অধ্যক্ষ মেহেদি হাসান জুয়েল অপসার ও বিচার চাই।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles