নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার অসহায় গরিব মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার গায়েন মোড় এলাকায় চাঁদের আলো ক্লাবের আয়োজনে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, গুড়ো দুধ বিতরন করা হয়। বিতরণ অনুষ্ঠানে নবগঠিত বড়চওনা ইউনিয়ন ছাত্রলীগ নেতা এবং চাঁদের আলো ক্লাবের প্রতিষ্ঠাতা ফেরদৌস বাপ্পী, সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা রাফী সিকদার, সজীব আহমেদ সুজন, মামুন, আবিদ হাসান আকাশ, শাহিন, ময়নাল প্রমুখ উপস্থিত ছিলেন।