27.6 C
Dhaka
Thursday, July 31, 2025

বিমান দুর্ঘটনায় নিহত হুমায়রার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

জাহিদ হাসান: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড...

সখীপুরে ডিঅমস্ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন...

৮ মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তুলছেন শিক্ষক দম্পতি

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে মাধ্যমিক বিদ্যালয়ের এক...

সখীপুরে অসুস্থ নারীকে উদ্ধার করে আইসোলেশন ওয়ার্ডে পাঠালেন ইউএনও

সখীপুরসখীপুরে অসুস্থ নারীকে উদ্ধার করে আইসোলেশন ওয়ার্ডে পাঠালেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ৫০ বছর বয়সী এক অসুস্থ নারীকে উদ্ধার করে সরকারি মুজিব কলেজের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে গতকাল মঙ্গলবার গভীর রাতে পৌর শহরের জেলখানামোড় এলাকার একটি বাড়ির সামনে থেকে তাঁকে উদ্ধার করা হয়।

উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আসমাউল হুসনা লিজা জানান, ‘জেলখানামোড় এলাকা থেকে ফোন পেয়ে মঙ্গলবার রাত ১১টার দিকে  ওই বাড়িতে গিয়ে তিনি দেখেন ৫০ বছর বয়সী এক নারী ঘরের সামনে বসে আছেন। শরীরে জ্বর ও শারীরিক দুর্বলতার কারণে তেমন কথাবার্তা বলতে পারছিলেন না। তাঁর কথাবার্তায় ও পোশাক পরিচ্ছদে তাঁকে মানসিক ভারসাম্যহীন মনে হয়নি। অসুস্থ হওয়ায় কেউ তাঁকে ফেলে যেতে পারে বলে ধারনা করা হচ্ছে। বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার কৈয়াদি ও তাঁর নাম তারাভানু এবং স্বামীর নাম খলিলুর রহমান বলে সে জানায়। বিষয়টি তিনি ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন। ঠিকানা ধরে ওই নারীর পরিচয় উদ্ধারে চেষ্টা চলছে। পরিচয় পাওয়ার আগ পর্যন্ত তাঁর চিকিৎসাসহ সব ধরনের সহায়তা করা হবে।’

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাহীনুর আলম বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশে ওই নারীকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে সরকারি মুজিব কলেজের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রাতে ওই নারীকে খাবার ও ওষুধ দেওয়া হয়েছে। করোভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষা করার জন্য রাতেই নমুনা সংগ্রহ করে আজ সকালে ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

স্থানীরা জানান, সখীপুরের ইউএনও অনেকগুলো মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন। তাঁর ভেতর লুকায়িত মানবিকতা বোধ থেকেই তিনি এসব করছেন বলে সবার ধারণা। তিনি ইতিমধ্যেই মানবতার ফেরিওয়ালা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এই করোনা সংকটে দেশের এ দু:সময়ে তিনি দিনরাত পরিশ্রম করে চলেছেন।

 

-এসবি/অনলাইন

Check out our other content

Check out other tags:

Most Popular Articles