23 C
Dhaka
Monday, November 24, 2025

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনার মূল হোতা গ্রেফতার

সখীপুরসখীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনার মূল হোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে সৌদি আরব প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত মূল হোতা আসাদুল ইসলাম ওরফে রাশুকে (২৮) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কাকড়াজান ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বে উপজেলা যুুবলীগের যুগ্ম আহবায়ক আলমাস আজাদ, কাকড়াজান ইউনিয়ন আ.লীগের যুগ্ম আহবায়ক ফরিদুজ্জাম ফরিদ উপজেলার কীর্তণখোলা এলাকা থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। রাশু গড়বাড়ি গ্রামের মৃত কদ্দুস মিয়ার ছেলে। ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, গত ১৮ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি টোকপাড়া গ্রামের প্রবাসী রুহুল আমিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুটে নেয়। এই ঘটনায় ওই প্রবাসীর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত নামা একটি ডাকাতির মামলা দায়ের করেন। পরে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ তদন্তের দায়িত্ব নেন। তদন্তে ডাকাতির ঘটনার মূল হোতা হিসেবে আসাদুল ইসলাম ওরফে রাশুর নাম ওঠে আসে। তিনি আরও জানায়, ঘটনার পর থেকে আসাদুল আত্মগোপনে ছিল। মঙ্গলবার সকালে সোর্সের মাধ্যমে জানতে পারি রাশু তার শ্বশুরবাড়ি উপজেলার কীর্তণখোলা গ্রামে অবস্থান করছে। পরে সেখানে গিয়ে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি (ডিবি) শ্যামল কুমার দত্ত বলেন, এর আগে এ মামলায় গ্রেফতারকৃত ৬ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তাদের জবানবন্দিতে ঘটনার মূল হোতা হিসেবে আসাদুল ইসলাম ওরফে রুশুর নাম ওঠে আসে। পরে রুশুকে গ্রেফতার করতে থানাসহ ইউপি চেয়ারম্যানকে সহায়তা করতে বলা হয়।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles