নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘উপজেলা পরিষদ সভাকক্ষে’ এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনও আসমাউল হুসনা লিজার সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) হা-মিম তাবাসসুম প্রভা, ওসি (তদন্ত) লুৎফুল কবীর, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার ও ভাইস চেয়ারম্যান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।