ইসমাইল হোসেনঃ
টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুলফিকার হায়দার কামাল লেবু বিজয়ী হয়েছেন। উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আতাউল হক রবিবার রাত দশটায় বেসরকারীভাবে ফলাফল ঘোষণা করেন।
এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুলফিকার হায়দার কামাল লেবু উপজেলার মোট ৬৯ টি কেন্দ্রের ফলাফলে ৫০হাজার ৯১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অধ্যক্ষ মুহম্মদ আবুসাঈদ মিয়া আনারস প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৪৩৬ ভোট।
এছাড়াও এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে কাজী শফিউল ইসলাম বাদল উড়োজাহাজ প্রতীক নিয়ে ৩১ হাজার ৬৫১ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে জাহানারা লুৎফা আনোয়ার প্রজাপতি প্রতীক নিয়ে ৫০ হাজার ৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ উপজেলায় ৬৯ টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২লাখ ১২ হাজার ৯৮৭ জন। মোট কাস্টিং ৮৮হাজার ৪৮৪ ভোট। ৪১ দশমিক ৫৪ পার্সেন্ট ভোট পড়েছে।