সাইফুল ইসলাম সানি: আগামীকাল বৃহস্পতিবার থেকে সখীপুরে সব ধরনের ছাপা পত্রিকা সরবরাহ বন্ধ থাকবে। আজ সন্ধ্যায় সখীপুর পেপার হাউজের সত্ত্বাধিকারী শাহিনুজ্জামান শাহীন ‘সখীপুর বার্তা’কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে অধিকাংশ গ্রাহক বাসাবাড়িতে ছাপা পত্রিকা রাখা বন্ধ করে দিয়েছেন। এছাড়া সরকারি-বেসরকারি অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ থাকায় পত্রিকার চাহিদা একেবারেই কমে গেছে। অন্যদিকে হকারদের নিরাপত্তার বিষয়টিও বিবেচনা করা হয়েছে। এসব কারণে সখীপুরে আপাতত আগামী ৪ এপ্রিল পর্যন্ত ছাপা পত্রিকা সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্যে তিনি দুঃখ প্রকাশ করেছেন।
তবে খবরের কাগজের মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কা নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। কারণ, তা ছাপা হয় পুরো যান্ত্রিক ব্যবস্থাপনায়। প্যাকেটও করা হয় যন্ত্রের মাধ্যমেই।
এদিকে সখীপুরে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিকের সাংবাদিকরা জানান, নিরাপত্তার কারণে সখীপুরে ছাপা পত্রিকা বন্ধ হলেও সকল পত্রিকারই অনলাইন সংস্করণ চালু রয়েছে। সখীপুরের পাঠকরা অনলাইনে সংবাদ পড়তে পারবেন। ছাপা পত্রিকা সরবরাহ বন্ধ হওয়ার বিষয়টিকে সখীপুরের সাংবাদিকরাও স্বাগত জানিয়েছেন ।
–এসবি/সানি