ইসমাইল হোসেনঃ সখীপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের রতনপুর জসিম বাজারে ভয়াবহ আগুনে সাতটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত সাড়ে ৮টায় এ আগুন লাগার ঘটনা ঘটে। পরে সখীপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর দুটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ওই বাজারের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক সর্টসার্কিজের কারণে এ আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। জানা যায়, ওই বাজারের ফার্নিচার দোকানদার মিন্টু মিয়া ও বাছেদ মিয়ার ২টি ঘর, মুদি দোকানদা মোতাহেরুল ইসলামের একটি, সামসউদ্দিনের একটি ফার্মেসি, সঞ্চয় কুমারের একটি জুয়েলারির, নিজাম উদ্দিনের চা দোকানসহ মোট সাতটি ঘর আগুনে পুড়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এবিষয়ে উপজেলা আ.লীগের সদস্য শিবলী সাদিক বলেন, বাজারে যাদের ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়েছে তারা খবুই অসহায়। অনেকেই ঋণ করে তাদের ব্যবসা চালিয়েছে। তাদের অনেক ক্ষতি হয়ে গেছে।সখীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বোরহান আলী ওই বাজারে আগুন ধরার বিষয়ে সত্যতা স্বীকার করেন।