ইসমাইল হোসন
সখীপুরের ঐতিহ্যবাহী ফালু চাঁন শাহ (ফাইল্যা পাগলার) মাজারের বাৎসরিক মেলায় বোমা হামলা বিস্ফোরণের আজ ১৬ বছর পূর্ণ হলো।
জানা যায়, ২০০৩ সালের ১৮ জানুয়ারি রাত ৮টার দিকে মাজারের কাছে আকস্মিকভাবে পরপর দুটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে ১০জন নিহত ও ১৫ জন গুরুতর আহত হয়। আহতের অনেকেই হাত পা ও চোখের মত মূল্যবান অঙ্গ হারিয়ে এখনও দুঃসহ যন্ত্রণা বহন করে বেড়াচ্ছেন। হামলাকারিরা কে তা জানা না গেলেও কয়েক বছর পর জঙ্গি সংগঠন জেএমবি হামলার দায় স্বীকার করে। এরপর কয়েক বছর দিনে পুলিশি পাহাড়ায় মেলা হতো এবং রাতে মেলা নিষিদ্ধ ছিল।
মেলা উদযাপন কমিটির সভাপতি সাইফুল ইসলাম শামীম বলেন, বোমা হামলার পর মেলা কয়েক বছর বন্ধ ছিল। এখন পুনরায় মেলার প্রাণ ফিরে এসেছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর হোসেন, মেলায় নিরাপত্তা বলয়ে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে। এ বছর মেলা সুষ্ঠভাবে উদযাপিত হবে বলেও তিনি আশা করেন।
উল্লেখ্য, উপজেলার দাঁড়িয়াপুর গ্রামে প্রায় অর্ধ শতাধিক কাল ধরে প্রতি বছরের মাঘী পূর্ণিমায় মেলা শুরু হয়ে মাসব্যাপি চলে এ মেলা। মেলায় সারাদেশ থেকে লাখ লাখ ভক্ত মনের বাসনা পুরণের আশায় গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাস, মুরগী জবাই করে শিরণী পাকিয়ে সবার মাঝে বিলিয়ে দেন।