25 C
Dhaka
Wednesday, November 19, 2025

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

সখীপুরসখীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের হাতিবান্ধা গ্রামে। আদালত রায় দিলেও তা মানছেন না জবরদখলকারী কদম আলী। কদম আলী ওই গ্রামে আব্দুল আলীর ছেলে।

জানা যায়, হাতিবান্ধা গ্রামের আব্দুল বারেক, আমির হোসেন, জাকির হোসেন ও লিটন সরকার যৌথভাবে
জমির প্রকৃত মালিক আনিসুর রহমান ও তার ওয়ারিশগণদের কাছ থেকে হাতীবান্ধা মৌজার ৮৯৫ এসএ খতিয়ানে ৩৭৩০/৩৭৭৯ (বাটা) দাগে ৬০ শতাংশ জমি ক্রয় করেন। পরে তারা জমিটি মাটি দিয়ে ভরাট করে। হঠাৎ করেই এই জমির মালিকানাদাবী করে জবরদখলের চেষ্টা করেন একই গ্রামের আব্দুল আলীর ছেলে কদম আলী। পরে জাকির হোসেন বাদী হয়ে আদালতে মামলা করলে আদালত সমস্ত কাগজপত্র যাচাই-বাছাই করে জাকিরগংদের পক্ষে রায় দেন।

জাকির হোসেন বলেন, প্রকৃত মালিকের কাছ থেকে আমরা জমিটি ক্রয় করেছি। পরে জমির হালনাগাদ খাজনা খারিজ করা হয়েছে। জমিরসমস্ত কাগজ আমাদের রয়েছে। হঠাৎ করে কদম আলী ও তার ভাইয়েরা মিলে জমি জোর করে দখলের চেষ্টা করতেছে। এ নিয়ে আমরা কোর্টে মামলা করার পরে আদালত আমাদের পক্ষে ডিগ্রি দিয়েছে। বিবাদীপক্ষকে জমিতে না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা দিলেও তা তারা মানছেনা। কিছু বলতে গেলে আমাদেরকে দাঁ ও ছুরি দিয়ে কোপাতে এবং মারতে আসে।

এ বিষয়ে কদম আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি।

সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, এ নিয়ে থানায় একটি পক্ষ অভিযোগ করেছিল। বিষয়টি অধিক তদন্ত করে দেখা হবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles