নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর পৌরসভার আনার কলি যুব সংঘ ক্লাবের পক্ষ থেকে শতাধিক দরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডের কর্মহীন শতাধিক পরিবারকে ১০কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ হালি ডিম ও একটি করে সাবান বিতরণ করা হয়। এসময় ক্লাবের সভাপতি মশিউর রহমান খান শুভ ও সম্পাদক রাসেল সিকদার বাড়ি বাড়ি গিয়ে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিতরণ কার্যে সার্বিকভাবে সহযোগিতা করেন ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য বাদশা মিয়া, মোঃ আঃ কাদের খান, আয়নাল হক খান, আবু বকর সিদ্দিক, মোঃ এরশাদ প্রমুখ।