নিজস্ব প্রতিবেদক: রবিবার নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে সখীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর স্থানীয় সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করে। সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মহিলা আ.লীগের সভাপতি নারী নেত্রী মোসলিমা খাতুন প্রেসক্লাবের সভাপতি ও সখীপুর বার্তার সম্পাদক শাকিল আনোয়ার, মলি দত্ত, প্রান্ঞ্জলি মৃ , সুফলা রাণী বর্মণ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার। এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়।