27.9 C
Dhaka
Sunday, August 17, 2025

জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে – আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ...

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল রানা (২৫)...

সখীপুরে ছেলের চোখের সামনে মাকে হত্যা করে পালিয়েছে বাবা

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে ছেলের চোখের সামনে...

সখীপু‌রে আশ্রয়ন প্রক‌ল্পের আওতায় ভূ‌মিহীন‌দের গৃহ‌নির্মাণ কা‌জের উ‌দ্বোধন

জাতীয়সখীপু‌রে আশ্রয়ন প্রক‌ল্পের আওতায় ভূ‌মিহীন‌দের গৃহ‌নির্মাণ কা‌জের উ‌দ্বোধন

নিজস্ব প্র‌তি‌বেদক: সখীপু‌রে আশ্রয়ন প্রক‌ল্প-২ এর আওতায় ভূ‌মিহীন‌দের জন্য ৪৯টি গৃহনির্মাণ কা‌জের উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। শুক্রবার বি‌কে‌লে উপ‌জেলার যাদবপুর ইউ‌নিয়‌নের নলুয়া গ্রা‌মে দু’‌টি গৃহ নির্মা‌ণ কা‌জ শুরুর মধ্য দি‌য়ে এ কর্মসূ‌চির আনুষ্ঠা‌নিক উ‌দ্বোধন করা হয়। স্থানীয় সংসদ সদস্য অ্যাড‌ভো‌কেট জোয়া‌হেরুল ইসলাম ‌ভি‌ডিও কনফা‌রে‌ন্সের মাধ্য‌মে গৃহনির্মাণ কা‌জের শুভ উ‌দ্বোধন ক‌রেন। এসময় উপ‌জেলা চেয়ারম্যান জুল‌ফিকার হায়দার কামাল লেবু, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার চিত্রা শিকারী, পৌর মেয়র বীর মু‌ক্তি‌যোদ্ধা আবু হা‌নিফ আজাদ, সহকারী ক‌মিশনার (ভূ‌মি) হা-মীম তাবাসসুম প্রভা, ও‌সি তদন্ত লুৎফুল করীর, প্রেসক্লা‌বের সভাপ‌তি শা‌কিল আ‌নোয়ার, সম্পাদক এনামুল হক, যাদবপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আ‌তিকুর রহমান আ‌তোয়ার প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন। প্রসঙ্গত, ৪৫টি গৃহ সরকা‌রিভা‌বে নির্মাণ ক‌রে দেওয়া হ‌বে। এছাড়াও সাংসদ জোয়া‌হেরুল ইসলাম ব্য‌ক্তি উ‌দ্যো‌গে ২টি, উপ‌জেলা চেয়ারম্যান ১টি এবং উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌রের নেতৃ‌ত্বে উপ‌জেলা প্রশাসন ১টি গৃহ নির্মাণ ক‌রে দে‌বেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles