নিজস্ব প্রতিবেদক: সখীপুরে তৃণমূল নেতাকর্মীদের মতামত না নিয়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা কেন্দ্রে পাঠানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আতিকুর রহমান বুলবুল এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য উপজেলার ৩নং গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। সখীপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের যে তালিকা প্রস্তুত করে জেলায় পাঠানো হয়েছে তা দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও সম্পূর্ণ অসাংগঠনিকভাবে। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কোন প্রকার বর্ধিত সভা ছাড়াই নিজের নাম এক নম্বরে দিয়ে মনগড়া তালিকা তৈরি করে জেলা আওয়ামী লীগের নিকট পাঠিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আনোয়ার হোসেন ২০০৩ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সখীপুর উপজেলা শাখার সহ-অর্থ সম্পাদক ছিলেন। গত বেশ কয়েকটি নির্বাচনে তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা নৌকার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন। তাই প্রকৃত আওয়ামী লীগ নেতাদের বাদ দিয়ে একজন অনুপ্রবেশকারীর নাম এক নম্বরে দিয়ে মনোনয়নের তালিকা প্রস্তুত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
লিখিত প্রতিবাদপত্রে আতিকুর রহমান বুলবুল ছাড়াও অপর দুই মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুল আলম ইব্রাহিম ও উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক কামরুল হাসান বাবুলের স্বাক্ষর রয়েছে। তবে এরা কেউ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।
পরে আতিকুর রহমান বুলবুল অনুপ্রবেশকারী আনোয়ার হোসেনকে বাদ দিয়ে প্রকৃত আওয়ামী লীগের মধ্যে অন্য যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।
এ বিষয়ে গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল আমিন বলেন, সময়ের অভাবে ইউনিয়ন আওয়ামী লীগের সভা করা সম্ভব হয়নি। তবে সাধারণ সম্পাদককে নিয়ে কমিটির অনেক সদস্যের সঙ্গে কথা বলে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা পাঠানো হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষর করা দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকাটি জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছে।
এসবি/বার্তা ডেস্ক