নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে ইউপি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন পাঁচ চেয়ারম্যান পদপ্রার্থী। সোমবার উপজেলার গজারিয়া ইউনিয়নের স্বতন্ত্র পাঁচ চেয়ারম্যান প্রার্থী টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছে ইভিএম বাতিলের আবেদন করেন। পাঁচ প্রার্থীর স্বাক্ষর করা আবেদনপত্রের অনুলিপি জেলা নির্বাচন কর্মকর্তা, সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছেও পৌঁছে দেওয়া হয়েছে। ওই চেয়ারম্যান পদপ্রার্থী হলেন- গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুজ্জামান তালুকদার, মোহাম্মদ বাদল মিয়া, মোহাম্মদ হাফিজ উদ্দিন, মো. জাকির হোসেন ও আবদুল লতিফ।আবেদনে তাঁরা উল্লেখ করেছেন, সখীপুর উপজেলায় এর আগে কোনো নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হয়নি। ইউনিয়নের স্বল্প শিক্ষিত ও কৃষক ভোটাররা ইভিএমে ভোট দিতে অভ্যস্ত নন। এ ছাড়া ওই প্রার্থীরা ইভিএমে ভোট কারচুপিরও আশঙ্কা করছেন আবেদনে। এসব কারণে তাঁরা ইভিএম পদ্ধতি বাতিল করে ব্যালট পেপারে ভোট গ্রহণের দাবি জানান।
গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুজ্জামান তালুকদার বলেন, আমাদের ইউনিয়নের ভোটাররা ইভিএম পদ্ধতিতে ভোট দিতে জানেন না। এছাড়া এ বিষয়ে এখন পর্যন্ত কোন প্রকার প্রশিক্ষণও দেওয়া হয়নি। এ কারণে ইভিএম বাদ দিয়ে ব্যালট পেপারে ভোট গ্রহণের আবেদন করেছি।
এ বিষয়ে জানতে চাইলে সখীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ আতাউল হক বলেন, আবেদন পেয়েছি। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্তটি বাংলাদেশ নির্বাচন কমিশনের। ওই সিদ্ধান্ত মোতাবেক ইভিএম পদ্ধতিতেই ভোট গ্রহণের সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করছি অবাধ সুষ্ঠুভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আপাতত ইভিএম পদ্ধতি বাতিলের কোন সম্ভাবনা নেই।
উল্লেখ্য, আগামী ১৫ জুন সখীপুর উপজেলার ৩নং গজারিয়া ও ৭নং দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে উপজেলায় প্রথমবার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।