নিজস্ব প্রতিবেদক: মাদক কারবারি কামরুজ্জামান তুষারকে এক’শ ৪০ পিস ইয়াবাবড়িসহ গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে সখীপুর উপজেলার লাঙ্গুলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। তুষার ওই গ্রামের সবুর মিয়ার ছেলে। এ ব্যাপারে মাদক আইনে সখীপুর থানায় মামলা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, তুষার দীর্ঘদীন ধরে মাদকের কারবার করে আসছে। সে চিহ্নিত মাদক কারবারি।