নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ইয়াবাসহ ফজলুল হক (২০) ও নয়ন আহমেদ (১৯) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে সখীপুর থানার ওসি মাকছুদুল আলমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার তৈলধারা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ফজলুল হক পৌরসভার ৯নং ওয়ার্ডের আলহাজ আলীর এবং নয়ন ৬নং ওয়ার্ডের আবু সাঈদের ছেলে।
সখীপুর থানার ওসি মাকছুদুল বলেন, ‘ওই দুই ব্যবসায়ীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’