নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ও সখীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য এসএম জোবায়েরকে ৩৫ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত দেড়টার সময় সখীপুর কীর্ত্তনখোলা বাজারের পূর্বপাশের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার কালমেঘা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, জোবায়ের মাদক সেবক ও ব্যবসায়ী। তার নামে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এসবি/অনলাইন ডেস্ক