নিজস্ব প্রতিবেদকঃ “সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং,বাল্যবিবাহ, মাদকের অপব্যবহার ও গুজব প্রতিরোধে ঈমাম মুয়াজ্জিন ও কাজীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম। সখীপুর উপজেলা প্রশাসন মঙ্গলবার দুপুরে উপজেলা হল রুমে এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো.আমিনুর রহমান সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সখীপুর থানার অফিসার ইনচার্জ মো.আমির হোসেন, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, ভাইস চেয়ারম্যান কাজী বাদল, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, মাওলানা সাইফুল্লাহ বেলালী প্রমুখ বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদকের অপব্যবহার ও গুজব প্রতিরোধে ঈমাম মুয়াজ্জিন ও কাজীদের আহব্বান জানান। এর অগে সকালে বোয়ালী কলেজ মাঠে উঠোন বৈঠকে যোগ দেন জেলা প্রশাসক। এসবি/ইসমাইল
