নিজস্ব প্রতিবেদক: সখীপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ঘরে বসে সহজেই কেনাকাটা করতে ‘নিত্য সদাই অনলাইন শপিং’ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা এ অনলাইন শপিংয়ের উদ্বোধন করেন। এ সময় উপজেলা ইউসিসিএ চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা বলেন, করোনাভাইরাসে মোকাবেলা করতে মানুষকে ঘরে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ‘নিত্য সদাই অনলাইন শপিং’ সেবা চালু করা হয়েছে। সেবাটি ঘরে বসে পেতে ০১৮১৩২০৫৭১৭ ও ০১৮৭১০৩৩৮১৭ হটলাইনে ফোন করলেই ঘরে পৌঁছে দেওয়া হবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।