মামুন হায়দার: সখীপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীন মৌলিক সাক্ষরতা প্রকল্পের আওতায় শিক্ষক-সুপারভাইজারদের পাঁচদিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। ইউএনও মো. আমিনুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক একেএ বজলুর রশীদ তালুকদার, সহাকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )আমির হোসেন, শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম প্রমুখ।

-এসবি/সানি