- নিজস্ব প্রতিবেদক: সখীপুরে এক নারী আসামীসহ ছয়জন গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, উপজেলার আমতৈল গ্রামের ননজিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মো. শাখাওয়াত ঘোষের স্ত্রী দিলখুশ বেগম, নারী শিশু নির্যাতন মামলায় একই এলাকার যতিন্দ্র চন্দ্র কোচের ছেলে বিষ্ণু চন্দ্র কোচ, জি আর মামলায় রতনপুর কাশেম বাজার এলাকার আবু তাহেরের ছেলে মো. তারেক মিয়া, পাহাড়কাঞ্চনপুর গ্রামের শাহজামালের ছেলে মনির হোসেন এবং বন মামলায় ইছাদিঘী গ্রামের রেজাউল করিমের ছেলে আজমত আলী ও মামুদ আলীর ছেলে হাতেম আলী।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, বিভিন্ন মামলায় এক নারীসহ ছয় আসামীকে গ্রেপ্তার করে শনিবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।