সাইফুল ইসলাম সানি

সখীপুরে সিআর ও জিআর মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত চার আসামিকে গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- উপজেলার কাকড়াজান ইউনিয়নের কমল কানত বর্মণের ছেলে শিশির কানত বর্মণ, কালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের আবু বকরের স্ত্রী কামরুন্নাহার কনক, পৌরসভার কাহার্তা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে শওকত আলী এবং হারিঙ্গাচালা গ্রামের শুকুর মাহমুদ শুকু।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন- গ্রেফতারকৃতদের বুধবার সকালে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।