নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ভূমি রেজিস্ট্রেশন ফি কালেকশন বুথ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সখীপুর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ বুথ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাব-রেজিস্ট্রার মাহফুজুর রহমান খান। এসময় উপজেলা সাব রেজিস্ট্রার স্বপ্না বিশ্বাস , এনআরবি কমার্শিয়াল ব্যাংকের গোড়াই শাখার ম্যানেজার সাইফুল ইসলাম রুবেল, গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, দলিল লেখক সমিতির সাবেক সভাপতি দুলাল উদ্দিন ও মীর গোলাম হোসেন, দলিল লেখক সমিতির সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মিন্টু, গজারিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সখীপুর পৌরসভার প্যানেল মেয়র ৩ নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার সিকদার , একাউন্টস অফিসার শারমিন আক্তার, আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এসবি/ইসমাইল