নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইল-৮ আসনের এমপি এডভোকেট জোয়াহেরুল ইসলাম সখীপুরে ৫টি উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এসব কাজের উদ্বোধন করেন। এসময় উপজেলা এলজিইডির প্রকৌশলী আহসান হাবীব, উপজেলা আ.লীগের সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক শওকত শিকদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, অধ্যক্ষ সাঈদ আজাদ, ইউপি চেয়ারম্যান গোলাম ফেরদৌসসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, ব্যবসায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সংশ্লিষ্ট ঠিকাদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন করা উন্নয়ন কাজগুলো হচ্ছে- কচুয়া-আড়াইপাড়া সড়ক সংস্কার, দেওদিঘী-মালিহা এগ্রো নতুন সড়ক নির্মাণ, শোলাপ্রতিমা- লাঙ্গুলিয়া নতুন সড়ক নির্মাণ, বেড়ীখোলা-মহানন্দপুর সড়কের বেড়ীখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন সংযোগ সড়ক এবং বহেড়াতৈল বাজারে ব্যবসায়ীদের জন্য গ্রোথ সেন্টারের উদ্বোধন করা হয়। এসবি/ইসমাইল