23 C
Dhaka
Saturday, November 22, 2025

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরে এলজিইডির সড়ক ভেঙে ভারী যান চলাচল বন্ধ

সখীপুরসখীপুরে এলজিইডির সড়ক ভেঙে ভারী যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদকঃ কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে সখীপুর উপজেলার “বড়চওনা -কালিহাতী সড়কে হামিদপুর চৈারাস্তা বাজার এলাকায় বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। ফলে ওই সড়ক দিয়ে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। এতে উভয়পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। ভোগান্তির শিকার হন যাত্রীরা। বিপাকে পড়ে পণ্যবাহী যানবাহন।

জানা গেছে, গত ২০০৮-৯ অর্থবছরে উপজেলার বড়চওনা থেকে কালিহাতী পর্যন্ত পাকা সড়ক নির্মাণ করে সরকার। গত কয়েকদিনের ভারী বর্ষণের ফলে ওই সড়কের হামিদপুর চৌরাস্তা বাজার এলাকায় বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। অন্যদিকে ওই সড়কের পলাশতলী থেকে চকপাড়া পর্যন্ত প্রায় ২ কিঃ সড়কে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে ভারী যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম মিয়া বলেন, ‘কয়েকদিনের ভারী বর্ষণে সড়কটির বড় ধরনের ভাঙনের ভারী যান চলাচল বন্ধ রয়েছে। এতে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে জনসাধারণ ও পথচারীরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। ওই রোডের ট্রাকচালক আলমগীর হোসেন বলেন, প্রতিদিন আমি স্থানীয় বাজার থেকে ডিম নিয়ে কালিহাতী যাই। সম্প্রতি টানা বৃষ্টিতে সড়টি ভেঙে যাওয়ায় অন্যদিক দিয়ে ঘুরে যেতে হচ্ছে। এতে সময় ও খরচ বেশি। এ সময় তিনি সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান।

উপজেলা প্রকৌশলী হাসান ইবনে মিজান বলেন, সড়কটি দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles