নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে সখীপুরে আলোচনা সভা, শোভাযাত্রা, চিত্রাঙ্কন, বঙ্গবন্ধুর ভাষণ ও বঙ্গবন্ধুর আত্নজীবনী পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার সকালে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা। বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমও গণি, প্রেসক্লাবের সভাপতি ও সখীপুর বার্তার সম্পাদক শাকিল আনোয়ার, ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, কৃষি কর্মকর্তা নুরল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান প্রমুখ।