নিজস্ব প্রতিবেদক: সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহীন আলীকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে উপজেলা মাইক্রো বাস শ্রমিক ইউনিয়ন। শ্রমিক ইউনিয়নের সভাপতি গ্রেপ্তারি পরোয়ানার আসামি গোলাম রাব্বানীকে গ্রেপ্তারের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করে। শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সখীপুর মোখতার ফোয়ারা চত্বরে বিক্ষুব্ধ শ্রমিকরা টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা-সখীপুর-সাগরদিঘী সড়ক অবরোধ করে রাখে। অবরোধ চলাকালে সড়কের দু-পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে শতশত যাত্রী ভোগান্তির শিকার হন।
পুলিশ ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সকাল ৮টায় সরকারি জমি দখলের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার আসামি সখীপুর উপজেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রাব্বানীকে জেলখানা মোড় এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। শ্রমিক ইউনিয়নের নেতারা গোলাম রাব্বানীকে ছেড়ে দিতে সখীপুর থানার ওসিকে অনুরোধ করেন। কিন্তু গ্রেপ্তারি পরোয়ানার আসামিকে ছেড়ে দেওয়ার বিধান নেই বলে ওসি শ্রমিকদের সাফ জানিয়ে দেন। তাঁকে ছেড়ে না দেয়ায় শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা-সখীপুর-সাগরদিঘী সড়ক অবরোধ করে। এক পর্যায়ে ওসিকে প্রত্যাহারের দাবিতে তারা লাঠি মিছিল বের করে। উপজেলা মাইক্রো বাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল গফুর বলেন, ওসি’র কাছে বারবার আদালতে আত্মসমর্পনের জন্যে একদিনের সময় চাইলেও তিনি কোনো অনুরোধ না শোনে আমাদের সভাপতিকে কারাগারে পাঠিয়েছেন। তাই আমরা ওসি’র প্রত্যাহার দাবিতে সড়ক অবরোধ করেছি। এ বিষয়ে সখীপুর থানার ওসি এসএম তুহীন আলী বলেন, গ্রেপ্তারি পরোয়ানার আসামি ছেড়ে দেওয়ার আইগত সুযোগ না থাকায় শ্রমিকদের দাবি মেনে নেওয়া সম্ভব হয়নি। তাই তাদের আন্দোলনের যৌক্তিকতা নেই। দুপুরে গোলাম রাব্বানীকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। টাঙ্গাইলের পুরিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায় বলেন, ওসিকে প্রত্যাহারের মত কোনো ঘটনা ঘটেনি। শ্রমিকদের দাবি সঠিক নয়।