নিজস্ব প্রতিবেদকঃ চলমান কোভিড-১৯ ভ্যাকসিন জোরদারকরণের নিমিত্তে ১৮ বছর ও তদুর্ধ্ব বয়সী জনগোষ্ঠিকে ওয়ার্ড পর্যায়ে প্রথম ডোজ টিকা প্রদান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের আয়োজনে পরিষদের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান দুলাল হোসেনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় সখীপুর থানার নবাগত ওসি রেজাউল করিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার, নিউজ টাঙ্গাইল সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক জুলহাস গায়েন, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, ইউপি সচিব শাহনাজ আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।