নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। রোববার সকালে এ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং এনজিও সংস্থা ‘গুড নেইবারস্ বাংলাদেশ’ Ñএর সহযোগিতায় স্থানীয় মুখতার ফোয়ারা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, গুড নেইবারস্ বাংলাদেশের সখীপুর শাখার ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।