নিজস্ব প্রতিবেদক: সখীপুরে করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় দরিদ্রদের মাঝে জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদলের ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। দরিদ্র অসহায় শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটাতে অবিরাম ছুটে চলেছেন তিনি। গত কয়েকদিনে কাকড়াজান ও কালিয়া ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে চার টন চাল, ছয় হাজার সাবান ছয়শত মাস্ক ও ত্রিশ কেজি ডাল বিতরণ করেছেন।
উপজেলা অাওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাদল বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে যেকোনো সংকটে মানুষের পাশে থাকা অামার দায়িত্ব ও কর্তব্য মনে করি। এ সহায়তা অাগামীতেও অব্যাহত থাকবেন বলে তিনি জানান।
-এসবি/শাকিল/সানি