নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে করোনাভাইরাস রোধে জনগণকে সচেতন করতে মাইক হাতে রাস্তায় নেমে পড়েছেন সখীপুর উলজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু। গত বৃহস্পতিবার বিকেল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অটোভ্যানযোগে ঘুরে ঘুরে তিনি মাইকিং করেছেন। আজ শুক্রবার একই সময় থেকে তিনি এ প্রচারণা চালাবেন বলে জানা যায়। এর আগে তিনি উলজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেলযোগে প্রচার-প্রচারণা চালিয়েছেন। মাইকিং করে উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু সরকারের নানা পদক্ষেপ মেনে চলায় জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের বিপদে পাশে থাকাটা আমার দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আনন্দের সঙ্গে আমি নিজেই মাইকিং করে সবাইকে সচেতন করার চেষ্টা করছি। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন বলেন, করোনাভাইরাস রোধে উপজেলা চেয়ারম্যানের এ উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে। আমারা তাঁকে সাধুবাদ জানাই।