নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে করোনা প্রতিরোধে বিভিন্ন বাজারে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে। রোববার দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজার নেতৃত্বে এ ক্যাম্পেইন হয়। এসময় পৌরশহরসহ উপজেলার কচুয়া, কালিয়া, বড়চওনা ও কালিদাস বাজারে সেনাবাহিনীর একটি দল সামাজিক দূরত্ব বজায় রাখতে বাজারের দোকানের সামনে গোল চিহ্ন একে দেন। এ ছাড়া দ্রব্যমূল্য না বাড়ানো জনসমাগম এরিয়ে চলা ও ঘর হতে বের না হওয়ার জন্য অনুরোধ করাসহ সরকারের নানা নির্দেশনা মেনে চলতে সবাইকে অনুরোধ করেন।
উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা বলেন, সেনাবাহিনীর একটি দল উপজেলার বিভিন্ন সড়কে সচেতনতামূলক ক্যাম্পেইনের মাধ্যমে মুখে মাক্স পড়া, সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়াসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছেন।