সাইফুল ইসলাম সানি: করোনাভাইরাস প্রতিরোধে লিফলেট ও সাবান বিতরণ করেছেন সখীপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার। আজ বৃহস্পতিবার দুপুরে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পৌরশহরের মুখতার ফোয়ারা চত্বরে তিনি সাবান ও লিফলেট বিতরণ করেন।
জাহাঙ্গীর তালুকদার বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন করতে লিফলেট ও সাবান বিতরণ করছি। সকলে মিলে করোনা প্রতিরোধে এগিয়ে না এলে এক সময় তা মহামারি আকার ধারণ করবে। সাধারণ শ্রমিক ও ভ্যান-রিকশাওয়ালা যাঁরা আছেন তাঁরা সাধারণত হাতধোয়া ও পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে তেমন সচেতন নন। তাঁদের হাতে একটি করে সাবান পৌঁছে দিলে তাঁরা নিশ্চয় বাড়ি গিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে ঘরে যাবেন। এতে করে কিছুটা হলেও উপকার হবে। এ চিন্তা থেকেই বৃহস্পতিবার ৫০০ সাবান বিতরণ করেছি। শুক্রবার আরও ৫০০ সাবান বিতরণ করা হবে।
এসবি/অনলাইন