নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে করোনা ভাইরাস সম্পর্কে সচেতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও আসমাউল হুসনা লিজার সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুস সোবহান, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর আলম প্রমুখ বক্তব্য দেন।
এ সময় করোনা ভাইরাস সম্পর্কে সবাইকে জনসচেতনতা ও সবাইকে আতঙ্কিত না হয়ে পরিস্কার পরিছন্নতা থাকতে বলেন বক্তারা।