নিজস্ব প্রতিবেদকঃ অটোরিকশা অটো টেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়ন সখীপুর উপজেলা শাখার উদ্যোগে করোনাকালে কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন। রোববার সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রমিকদের হাতে নগদ ২০০ শত টাকা তুলে দেওয়া হয়। এতে ওই সংগঠনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার দুইশ জন শ্রমিককে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। অর্থ সহায়তা বিতরণকালে সখীপুর থানার অফিসার্স ইনচার্জ আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ জাহাঙ্গীর তারেক, সংগঠনের সভাপতি হাফিজুর রহমান হান্নান, সাধারণ সম্পাদক বাবুল সিদ্দিকী উপস্থিত ছিলেন।