সাইফুল ইসলাম সানি: মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলাগাছের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো টাঙ্গাইলের সখীপুর উপজেলার কিছু শিশু। সোমবার সকালে উপজেলার কুতুবপুর চারিবাইদা গ্রামের শিশুরা কলা গাছ দিয়ে প্রতীকী শহীদ মিনার নির্মাণ করে। পরে শিশুরা কলা গাছের ওই শহীদ মিনারে শ্রদ্ধা জানায়।

ওইসব শিশুদের সঙ্গে কথা বলে জানা যায়, বই পড়ে মাতৃভাষা দিবসের ইতিহাস জানতে পেরেছে তারা। তাই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার তৈরি করতে উৎসাহী হয়েছে। গ্রাম অঞ্চলে স্থায়ী কোনো শহীদ মিনার না থাকায় এবং বিদ্যালয় দূরে হওয়ায় কলা গাছের অস্থায়ী শহীদ মিনারে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

ওই গ্রামের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জিহাদ জানায়, ভাষা আন্দোলনের বিষয়ে বইয়ে জেনেছি। আমরা কয়েক বছর ধরে ফুল কিনে কলা গাছের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে আসছি।
একই এলাকার ৫ম শ্রেণির শুভ ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কাউসার জানায়, ভাষা শহীদদের সম্মানে বন্ধুরা মিলে শহীদ মিনার বানিয়েছি। সেই মিনারে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি।
এ বিষয়ে ওই গ্রামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া যুবক আনোয়ার পাশা বলেন, ভোরে বের হয়ে বাজারে যাওয়ার পথে দেখি ওইসব শিশুরা কলা গাছের প্রতীকী শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছে। এটি দেখে আমিও তাদের সঙ্গে ভাষা শহীদদের সম্মানে শ্রদ্ধা জানাই। মাতৃভাষা দিবসে কোমলমতি শিশুদের এ ভালবাসা সত্যিই অসাধারণ।
–এসবি/ সানি