নিজস্ব প্রতিবেদক: সখীপুরে এক কলেজছাত্রীকে প্রায় সাত মাস আটকে রেখে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাদল মিয়ার বিচার দাবিতে মানববন্ধন করেছে ‘কান্তার পল্লী যুব সমাজ’ নামের একটি সংগঠন।
গতকাল শুক্রবার সকাল ১১টায় সখীপুর-সীডস্টোর সড়কের বাগবেড় বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে ধর্ষককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বাগবেড় বাজার বণিক সমিতির সভাপতি সেকান্দার হোসেন, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, কান্তার পল্লী যুব সমাজ সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম বারী প্রমুখ বক্তব্য দেন।
এদিকে, ধর্ষক বাদলের বিচার দাবিতে শুক্রবার বিকেল তিনটায় এলাকাবাসীর উদ্যোগে ঢাকা-সখীপুর-গোড়াই সড়কের আমের চারা এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু দুপুরে বাদলের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ওই কর্মসূচি স্থগিত করা হয়।
উল্লেখ্য, উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের রতনপুর কাশেম বাজার এলাকায় প্রতিবেশী বাদল ওরফে বাদল বাবু পূর্ব পরিকল্পিকভাবে গত ১১ জানুয়ারি কলেজছাত্রীকে (১৭) তার প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলে নিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পরও ওই কলেজ ছাত্রীর কোন খোঁজ পাননি। অবশেষে গত রবিবার বিকেলে দীর্ঘ ৬ মাস ১৭ দিন পর রতনপুর কাশেম বাজার এলাকায় বাদল মিয়ার পরিত্যক্ত ঘর থেকে ওইছাত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। এ ঘটনায় অভিযুক্ত ওই এলাকার মৃত দরবেশ আলীর ছেলে বাদল মিয়াকে আসামি করে ধর্ষিতার ভাই বাদী হয়ে সখীপুর থানায় অপহরণ করে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন। ওই মেয়েটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গাইনী বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
-এসএ/এসআইএস