নিজস্ব প্রতিবেদক: সখীপুর আবাসিক মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. ওয়াজেদ আলী মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দুপুরে সখীপুর উপজেলা কলেজ শিক্ষক সমিতি মোখতার ফোয়ারা চত্বরে এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ এমএ রৌফ, অধ্যক্ষ বেলায়েত হোসেন, অধ্যক্ষ সাঈদ আজাদ, অধ্যক্ষ রফিক-ই-রাসেল, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান বক্তব্য দেন। বক্তারা শিক্ষকের উপর সন্ত্রাসী বখাটেদের হামলার তীব্র নিন্দা জানান এবং তাদের গ্রেপ্তার দাবি করেন। প্রসঙ্গত শুক্রবার সন্ধ্যায় ওই শিক্ষক বিসমিল্লাহ কম্পিউটারের দোকানে ফটোকপি করতে যান। ফটোকপি করা নিয়ে মালিক ইফতির সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইফতি তার বন্ধু শিহাব ও আসলাম ওই শিক্ষকের উপর হামলা করে। এ ঘটনায় ওয়াজেদ আলী বাদী হয়ে শুক্রবার রাতে মামলা করলে পুলিশ ইফতিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
