ইসমাইল হোসেনঃ সখীপুর উপজেলায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।
শনিবার সন্ধ্যায় বহেড়াতৈল ইউনিয়নের কাউচিচালা গ্রামের লোকালয় থেকে ২০ কেজি ওজনের ওই সাপটিকে উদ্ধার করা হয়। বন বিভাগ জানায়, শনিবার কাউচিচালা গ্রামের লোকালয়ের একটি গাছে প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ দেখে ধরে ফেলে স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করে বন বিভাগের স্থানীয় কর্মীরা। পরে সন্ধ্যায় বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে সাপটি হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এরশাদুল আলম বলেন, অজগর সাপটি উদ্ধার করে তাৎক্ষণিক প্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।