নিজস্ব প্রতিবেদকঃ একাত্তরের মুক্তিযুদ্ধে বেসামরিক কাদেরিয়া বাহিনীর সদর দপ্তর ছিলো টাঙ্গাইলের সখীপুরে। কাদেরিয়া বাহিনী সদর দপ্তর ও বেসামরিক বাহিনীর বিভিন্ন দপ্তরের ৫০ বছর পূর্তিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড। শনিবার সকালে উপজেলার মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় ও মুক্তিযোদ্ধা জাদুঘরের সামনে সমবেত হোন মুক্তিযোদ্ধারা। এ সময় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ জাতীয় পতাকা উত্তোলন করেন। কাকড়াজান ইউনিয়ন কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এম ও গনি, সাবেক প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা শামসুল হক (বিএবিএড), বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইমান আলী, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ প্রমুখ। আলোচনা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ, ১৯৭১ সালের ২৯ মে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের নেতৃত্বে গড়ে উঠা কাদেরিয়া বাহিনীর সদর দপ্তর উপজেলার আন্দি থেকে পার্শ্ববর্তী মহানন্দপুরে স্থানান্তর করা হয়। সেখান থেকেই মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর সকল কার্যক্রম পরিচালনা করা হয়।


