নিজস্ব প্রতিবেদকঃ পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণ দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ কালেক্টরেট (বাকাসস) সমিতি সখীপুর উপজেলা শাখার সহকারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলছে।বুধবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে তারা এ কর্মবিরতি পালন করেন। বাকাসসের উপজেলা শাখার সভাপতি মো. নুরুল ইসলাম, সহসভাপতি বুদ্ধদেব সরকার, সাধারণ সম্পাদক আবদুল আলীম বলেন, দাবী আদায়ে কেন্দ্রীয় কমিটির কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে তারা পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন।