নিজস্ব প্রতিবেদকঃ বহুল প্রচারিত দৈনিক কালের কন্ঠের দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার সকালে কালের কন্ঠের “শুভ সংঘ” উপজেলা শাখার আয়োজনে সখীপুর প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা হয়।
পরে আলোচনা সভায় শুভ সংঘের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে ইউএনও মোঃ আমিনুর রহমান, সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ আলীম মাহমুদ, ওসি আমীর হোসেন, তদন্ত ওসি লুৎফুল কবীর, প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের সখীপুর প্রতিনিধি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ বক্তব্য দেন।
এ সময় প্রেসক্লাবের সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, গণ্যমাণ্য ব্যাক্তি ও শুভ সংঘের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন কবি মোসলিমা খাতুন, ইউসিসিএলিঃ এর চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, ইতালির রোম আ.লীগের সভাপতি গোলাম কিবরিয়া সজীব, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, কবি শাহ আলম সানি, রাশেদা রাশু প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মো.মতিয়ার রহমানকে সন্মাননা প্রদান করা হয়।
এসবি/ইসমাইল