নিজস্ব প্রতিবেদক: সখীপুরে কীটনাশক পানে দোলা আক্তার (২২) ও ফাঁসিতে ঝুলে হেলা বেগম (৫০) নামের দুই গৃহবধূ আত্মহত্যা করেছে। দোলা আক্তার উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের হতেয়া কাজী পাড়া গ্রামের আবদুল হালিমের স্ত্রী এবং হেলা বেগম সখীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের আবদুল কাদেরের স্ত্রী। এ ব্যাপারে সখীপুর থানায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা হয়েছে।
জানা যায়, প্রায় পাঁচ মাস আগে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তক্তারচালা বাইটকা গ্রামের দুলাল হোসেনের মেয়ে দোলা আক্তারের সঙ্গে একই ইউনিয়নের হতেয়া কাজী পাড়া গ্রামের আবদুল হালিমের বিয়ে হয়। বিয়ের দুই মাস পরেই হালিম নববধূকে রেখে সিঙ্গাপুর চলে যান। স্থানীয় ইউপি সদস্য শামীম আল মামুন বলেন, কয়েকদিন আগে দোলা বাবার বাড়িতে আসে। শনিবার সন্ধ্যায় বাবার বাড়িতে সে কীটনাশক পান করে। গুরুতর অবস্থায় তাকে সখীপুর হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে সে মারা যায়।
অন্যদিকে, গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পারিবারিক কলহের জের ধরে পৌরসভার ৩নং ওয়ার্ডের আবদুল কাদেরের স্ত্রী হেলা বেগম নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। লাশ দু’টি উদ্ধার করে রবিবার দুপরে টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।
-এসআইএস/এমএইচ