নিজস্ব প্রতিবেদকঃ লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সখীপুরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা কমলা উন্নয়ন প্রশিক্ষণ হলরুমে এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সখীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবদুর রাজ্জাক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আজহারুল ইসলাম সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদুর রহমান প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০জন কৃষক অংশ নেয়। এসবি/ইসমাইল